বিদ্যালয় স্তর ভিত্তিক সময়সূচী
ও বিবিধ কারিকুলাম
প্রাক-প্রাথমিক:
প্রতিদিন সকাল ৮:৪৫ থেকে শুরু হয়ে দুপুর ১:০০ টা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে এবং মাঝে ৩০ মিনিট টিফিন বিরতি।
প্রাথমিক স্তর:
প্রতিদিন সকাল ৮:৪৫ থেকে শুরু হয়ে দুপুর ১:০০ টা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে এবং মাঝে ৩০ মিনিট টিফিন বিরতি।
মাধ্যমিক স্তর:
প্রতিদিন সকাল ৮:৪৫ থেকে শুরু হয়ে বিকাল ৪:০০ টা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে এবং মাঝে ৩০ মিনিট টিফিন বিরতি এবং ১ ঘন্টা দুপুরের খাবার ও নামাজ বিরুতি।
সহশিক্ষা কার্যক্রম:
সপ্তাহে প্রতি শনিবার সকল
শ্রেণির সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
ইন-হাউজ টিচার্স ট্রেনিং:
সপ্তাহে প্রতি
শনিবার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউজ টিচার্স ট্রেনিং পরিচালিত হয়।
সাপ্তাহিক ছুটি:
প্রতি
শুক্রবার সকল স্তরের জন্য সাপ্তাহিক ছুটি থাকিবে।