বিদ্যালয় শিক্ষাক্রম
শিক্ষা জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। শিক্ষাব্যবস্থার মধ্যেই নিহিত রয়েছে উন্নয়নের সূতিকাগার। এর মাধ্যমেই প্রতিফলিত হয় জাতির আশা-আকাক্সখা ও আর্থ-সামাজিক জীবনপ্রবাহ। শিক্ষার মানোন্নয়ন ব্যতিরেকে কোনো জাতীয় উন্নয়ন সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানের শিক্ষার বিস্তারিত কতখানি হবে তা বিন্যস্ত থাকে ঐ প্রতিষ্ঠানের শিক্ষাক্রমে।আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীর দৈনন্দিন ও ভবিষ্যৎ জীবনের চিন্তা মাথায় রেখে পাঠ্যপুস্তক প্রণয়ন করে। এরই আলোকে জাতীয় পাঠ্যক্রমের পাঠ্যপুস্তকের পাশাপাশি কিছু সহায়ক পুস্তক সন্নিবেশন করা হয়েছে। বিগত বছরগুলোতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শ্রেণিগুলোতে বিজ্ঞান ও ধর্মশিক্ষা বইয়ের অভাব উপলব্ধি করায় আমরা স্বউদ্যোগে বইয়ের চাহিদা মিটিয়ে তা সিলেবাসের আওতায় এনেছি। প্রতিটি স্তরের শিক্ষাকে যথেষ্ট মানসম্পন্ন করে পরিচালনার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। প্রতি বছর শেষে পাঠ্যসূচি পর্যালোচনা করে যথেষ্ট গুরুত্বসহকারে সিলেবাস প্রণয়ন করা হয়ে থাকে।
বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম স্তর
আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ শুরুর প্রথম থেকে প্রাক-প্রাথমিক স্তর দিয়ে আরম্ভ করা হয়। অতঃপর বিদ্যালয়ের বয়স বৃদ্ধির সাথে সাথে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর সংযুক্ত করে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে; পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু করা হবে।
প্রাক-প্রাথমিক স্তর
শিশু শ্রেণি থেকে কিন্ডারগার্টেন পর্যন্ত ৩টি শ্রেণি যথা- প্লে-গ্রুপ, নার্সারি ও কিন্ডারগার্টেন প্রাক-প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত। প্রাক-প্রাথমিক স্তরে বিজয় শিশুশিক্ষা সফ্টওয়্যার দিয়ে বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীকে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে অক্ষর জ্ঞান দেওয়া হয়। তবে বিশেষ করে নার্সারি ও কিন্ডারগার্টেনে নৈতিকতা, সামাজিকতা ও ভাষার সৃজনশীলতা ইত্যাদি বিষয়কে কারিকুলামের অন্তর্ভুক্ত করে পাঠদান করা হয়।
প্রাথমিক স্তর
প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫টি শ্রেণিকে প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক স্তরে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকের পাশাপাশি নিজস্ব শিক্ষাক্রম অন্তর্ভুক্ত করে বিজয় শিশুশিক্ষা সফ্টওয়্যার দিয়ে বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীকে সিলেবাস ভিত্তিক পাঠদান করা হয়।
মাধ্যমিক স্তর
ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫টি শ্রেণিকে মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত করা হয়। মাধ্যমিক স্তরে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকগুলোকে বাংলা ও ইংলিশ উভয় ভার্শনে পাঠদান করা হচ্ছে।
সিলেবাস কারিকুলাম
আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীর বয়স ও শ্রেণি বিবেচনায় নিয়ে শিক্ষার স্তর ভিত্তিক জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত ও পাঠ্যপুস্তকের প্রতিটি বিষয়কে ভালোভাবে পর্যবেক্ষণ করে সিলেবাস প্রণয়নের জন্য একটি ‘সেল’ গঠন করা হয়েছে। উক্ত ‘সেল’ জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তকের পাঠ্যসূচীগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষা কারিকুলামকে যুগোপযোগী করার জন্য বছর শেষে সঠিক পর্যালোচনা করে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য সিলেবাস প্রণয়ন করার কাজটি সম্পন্ন করা হয়।
পাঠদান
কারিকুলাম
আনন্দ মাল্টিমিডিয়া স্কুল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীকে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে পাঠদান করা হয়। শিক্ষার্থীর সংখ্যা অনুসারে বাংলা ও ইংলিশ উভয়কে পৃথক করে পাঠদান করা হবে। শিক্ষক পাঠদানকে শিক্ষার্থীর বোধগম্য, গ্রহণ উপযোগী ও সহজ করার লক্ষ্যে বিভিন্ন কৌশল প্রয়োগে গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশেও শিক্ষক প্রশিক্ষণে বিষয়ভিত্তিক পাঠদানের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। সব বিষয়ের ক্ষেত্রেই ‘অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতি’ (Participatory Learning Method ) সবচেয়ে বেশি কার্যকরী বলে প্রতীয়মান হয়েছে। আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পাঠকৌশলে এ পদ্ধতিকে অনুসরণ করে থাকে। এ পদ্ধতিতে অভ্যস্ত হওয়ার ফলে শিশুর মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে। যার ফলশ্রুতিতে, যে কোনো জটিল সমস্যাও সমাধান করতে শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি পায়।
পরীক্ষা
ও পরীক্ষা পদ্ধতি
পরীক্ষা
ও মূল্যায়ন একটি বিধিবদ্ধ ব্যবস্থা যার সাহায্যে শিক্ষার সামগ্রিক উদ্দেশ্য অর্জনে
শিক্ষার্থী কতটা সফল হয়েছে তা নিরূপিত হয়। প্রতিবছর শিক্ষাক্রমের সকল স্তরে সিলেবাস
অনুসারে সাপ্তাহিক শ্রেণি মূল্যায়ন ব্যতীত বাৎসরিক ৪টি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত
হবে। সিলেবাসে বর্ণিত মানবন্টন অনুসারে প্রত্যেক শ্রেণির জন্য প্রশ্নপত্র তৈরি করে
পরীক্ষা সম্পন্ন করা হবে।
বার্ষিক
ফলাফল মূল্যায়ন
বাৎসরিক
৪টি সেমিস্টার পরীক্ষার ফলাফল গড় করে শিক্ষার্থীর ফলাফল মূল্যায়ন করে চুড়ান্ত
ফল প্রকাশ করা হবে। ফলাফলের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি অনুসরণ করে অনলাইনে ফলাফল প্রকাশ
করা হবে।